alo
ঢাকা, বুধবার, মে ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিপর্যয়: অনলাইন ব্যাংকিং সেবা বিঘ্নিত

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২২, ০৭:৩২ পিএম

বিদ্যুৎ বিপর্যয়: অনলাইন ব্যাংকিং সেবা বিঘ্নিত

 

নিউজনাউ ডেস্ক: বিদ্যুৎ না থাকার পাশাপাশি ইন্টারনেট সমস্যার কারণে অনলাইন ব্যাংকিং সেবা বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার দুপুর ২টার পর থেকে বিদ্যুৎ না থাকায় রাজধানীর এটিএম বুথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে টাকা উত্তোলন করতে আসা গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন।

রাজধানীর ইসিবি চত্তরে একটি বেসরকারি ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করতে আসা গ্রাহক শাহাদাত হোসাইন বলেন, বিদ্যুৎ না থাকায় সিকিউরিটি গার্ড আমাকে বুথের ভেতরেই ঢুকতে দিচ্ছে না। গার্ড বলছে অন্ধকারে যাওয়া যাবে না। বিদ্যুৎ এলে এসে টাকা ওঠাবেন।

তার মতই ভুক্তভোগী নিকেতনের সম্রাট খান। তিনি ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে গিয়েও ওঠাতে পারেননি। তিনি ব্যাংকটির বুথে ঢুকে দেখেন সার্ভার নেই। ফলে তিনি টাকা তুলতে পারেননি।

বুথের জনৈক সিকিউরিটি গার্ড বলেন, বিদ্যুৎ না থাকায় চুরি-ছিনতাই হতে পারে, এ ভয়ে কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছি না। 

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। সন্ধ্যার পর ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

তিনি বলেন, সঞ্চালন লাইনে একটি ঝামেলা হয়েছিল। পূর্বাঞ্চলের ঝামেলা এরইমধ্যে সমাধান হয়েছে। বাকিগুলোও সমাধান হচ্ছে। ঢাকা-টঙ্গী এলাকায় এখনো ঝামেলা আছে।


নিউজনাউ/এবি/২০২২

X