alo
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপহার: ঘর পাচ্ছেন সাফজয়ী রূপনা চাকমা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৪০ পিএম

প্রধানমন্ত্রীর উপহার: ঘর পাচ্ছেন সাফজয়ী রূপনা চাকমা
alo

 

নিউজনাউ ডেস্ক: বাংলাদেশের সাফজয়ের অন্যতম কারিগর জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমা। সাফজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এই দেশরত্নের জরাজীর্ণ ঘরটি! চীনের মহাপ্রাচীর হয়ে বাংলাদেশের গোলবারে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা রূপনার নিজেদের বাড়িটির সামান্য দুর্যোগ সামলানোরও ক্ষমতা নেই। তবে সেটি আর তেমন থাকবে না। গোল্ডেন গ্লাভসও জেতা রূপনা চাকমাকে ঘর করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান  এ কথা জানান।

 তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। সাথে সাথেই আমরা এলজিইডির প্রকৌশলী ও নানিয়াচর উপজেলা নির্বাহী অফিসারকে সেখানে পাঠিয়েছি। আজ থেকেই ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে তার বাসায় যাওয়ার সেতুটির কাজও শুরু হবে বলে জানান জেলা প্রশাসক।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ২৩টি বল জড়িয়েছে বাংলাদেশ। বিপরীতে লাল সবুজের প্রতিনিধিরা শুধু ফাইনালে একটি গোল হজম করে। এটি সম্ভব হয়েছে গোলবারে অতন্দ্র প্রহরী হয়ে থাকা রূপনা চাকমার নৈপুণ্যতায়।

 


নিউজনাউ/পিপিএন/২০২২

X