alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৩ পিএম

মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক
alo

 

নিউজনাউ ডেস্ক: মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। 

এ বিষয়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা জানান, বিকেলে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে দলের নেতা-কর্মীরা। জবাবে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

সংঘর্ষে মুন্সীগঞ্জ সদর সার্কেলের এএসপি মো. মিনহাজ উল ইসলাম, সদর থানার ওসি তরিকুজ্জামান, সদর থানার ওসি (অপারেশন) মুজাম্মেল হোসেন, দৈনিক সমকালের মুন্সীগঞ্জ প্রতিনিধি কাজী সাব্বির আহম্মেদ দিপু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, সাংবাদিক মো. রুবেলসহ অনন্ত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অজ্ঞাত এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক। আহত পুলিশ সদস্যরা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে সদর থানার ওসি (অপারেশন) মুজাম্মেল হোসেনের অবস্থা গুরুতর।

 

নিউজনাউ/পিপিএন/২০২২ 

X