নিউজনাউ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর কয়লারঘাট এলাকায় ছিনতাকারীর ছুরিকাঘাতে আহত মো. হৃদয় (১৭) মারা গেছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদয় নোয়াখালী সদর জেলার সালতা ধর্মপুর গ্রামের মোহাম্মদ সোহাগ মিয়ার ছেলে।
নিহত মো. হৃদয় একটি ভ্যানিটি ব্যাগ কারখানার শ্রমিক ছিল। ভ্যানিটি ব্যাগ কারখানার মালিক বলেন, কামরাঙ্গীরচরের কয়লার ঘাট এলাকায় আমার একটি ভ্যানিটি ব্যাগের কারখানা রয়েছে। হৃদয় সেখানে এক বছর ধরে কাজ করছে। রোববার (১১ সেপ্টেম্বর) নাইট ডিউটি করার পর ভোরে বের হলে দুই ছিনতাইকারী তাকে চুরি আঘাত করে পালিয়ে যায়। পরে হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান চৌধুরী জানান, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতাল থেকে মরদেহ সংগ্রহ করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আবার ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজনাউ/আরএ/২০২২