alo
ঢাকা, শনিবার, এপ্রিল ১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

পৌরসভা-ইউনিয়নে ৫-১১ বছর বয়সীদের টিকা শুরু ১১ অক্টোবর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৬ পিএম

পৌরসভা-ইউনিয়নে ৫-১১ বছর বয়সীদের টিকা শুরু ১১ অক্টোবর
alo


নিউজনাউ ডেস্ক: আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি। দেশের ২ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৩৭ শিশু টিকার আওতায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সচিব বলেন, আগামী ১১ অক্টোবর থেকে পৌরসভা পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করব। এতে করে কমিউনিটি পর্যায়ে আমাদের শিশুদের কাছে টিকা পৌঁছে যাবে। এর মাধ্যমে টিকা না পাওয়া বাকি শিশুরা আমাদের কভারেজে চলে আসবে। 

তিনি বলেন, অনেক দেশে বাচ্চাদের টিকাদান শুরু হয়নি, আমরা শুরু করেছি। প্রথম থেকেই টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করে রেখেছিলাম, আমরা অনুমোদন পাওয়ার পরপরই কার্যকর শুরু করে দিয়েছি। আগে থেকেই আমরা টিকার সোর্স নিশ্চিত করে রেখেছি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, এমএনসিএইচ লাইন ডিরেক্টর ও পরিচালক ডা শামসুল হকসহ অনেকে। 

X