নিউজনাউ ডেস্ক: রাজধানীর মিরপুর এলাকায় সাংবাদিকদের ইফতার-মাহফিলে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে বেধরক মারধর করেছে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় বেসরকারি চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। এসময় ভেঙ্গে ফেলা হয় নিউজ২৪ টেলিভিশনের ক্যামেরাও।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে পল্লবী এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকের ওপর এ হামলার ঘটনা ঘটে।
এদিকে অনুষ্ঠানে উপস্থিতি সাংবাদিকরা বলছেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় কয়েকজন ক্যামেরাপার্সন আহত হয়েছেন। টেলিভিশনের ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, বিএনপির প্রোগ্রামের শেষ দিকে অনেক লোক আসে। তাদের সঙ্গে ইফতার পার্টিতে থাকা লোকজনের ধাক্কাধাক্কি হয়। এ সময় টেলিভিশনের রিপোর্টাররা ঘটনার মধ্যে পড়েন। ধাক্কাধাক্কির সময় রিপোর্টারদের গলায় আইডি কার্ড ও হাতে বুম ছিল না। তাদের না চেনায় তাৎক্ষণিক ঘটনাটি ঘটে যায়।
তিনি আরও বলেন, পরবর্তীতে বিএনপির মহাসচিব এ ঘটনা দুঃখ প্রকাশ করেন। বিএনপির দুই গ্রুপের মাঝে ধাক্কাধাক্কির সময় দুটি টেলিভিশনের ক্যামেরা পড়ে যায়।
আয়োজকদের একজন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তাত্ক্ষণিকভাবে এর সমাধান করা হয়েছে। সাংবাদিকদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।
পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের কর্মীদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে অতিথিদের সম্মান করতে জানে না বিএনপি কর্মীরা। দলকে যারা ভালোবাসে তারা এমন ঘটনা ঘটাতে পারে না। শৃঙ্খলার মধ্যে আসতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন অনুষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, সন্ধ্যায় এ ঘটনার ব্যাপারে জানতে পেরেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজনাউ/আরএইচআর/২০২৩