alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তনের সেবা চালু করেছে বিমান বাংলাদেশ

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩, ০৬:৫৯ পিএম

অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তনের সেবা চালু করেছে বিমান বাংলাদেশ
alo


নিউজনাউ ডেস্ক: যাত্রীসেবার মানোন্নয়নে অনলাইনে ভ্রমণের তারিখ পরিবর্তনের সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের যেসব যাত্রী অনলাইন (বিমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস) মাধ্যমে টিকিট কিনবেন তারা এখন থেকে অনলাইনেই ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।

রবিবার (১৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা টিকিট কেনার সময় ব্যবহৃত সংশ্লিষ্ট কার্ডটি অথবা সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি ব্যবহার করে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।

বিমানের ওয়েবসাইটে বুক ফ্লাইট অপশনের ‘ম্যানেজ মাই ট্রিপে’ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই ভ্রমণের তারিখ পরিবর্তন করা যাবে।

নিউজনাউ/এফএসএস/২০২৩
 

X