নিউজনাউ ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, গোপালগঞ্জের ভারপ্রাপ্ত উপ-পরিচালক অনাদি রঞ্জন মজুমদার।
তিনি অফিস প্রশিক্ষণে যোগ দিতে জেলার গোনাপাড়া থেকে ইমাদ পরিবহনের বাসটিতে উঠেছিলেন। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে বাসটি খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক বিএম মনিউরুজ্জামান অনাদি রঞ্জন মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএম মনিউরুজ্জামান জানান, অনাদি রঞ্জন মজুমদারের মরদেহ প্রথমে ভাঙ্গা পরিবার পরিকল্পনা অফিসে নিয়ে যাওয়া হয়। তার মরদেহ নেওয়া হবে বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় তার গ্রামের বাড়িতে।
নিউজনাউ/এফএসএস/২০২৩