নিউজনাউ ডেস্ক: ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। একই সাথে সংস্থাটির ইসলামী মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মৌরিতানিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন শুক্রবার (১৭ মার্চ) এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, ওআইসির প্রেসিডেন্ট হয়েছে চলমান ৪৯তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) আয়োজক মৌরিতানিয়া।
বাংলাদেশের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।
অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি সংস্থার মানবাধিকার পরিষদের সদস্য হয়েছে তুরস্ক ও ইরান। এ পদে বাংলাদেশের প্রার্থী ছিলেন শিপা হাফিজা।
নিউজনাউ/আরবি/২০২৩