alo
ঢাকা, বুধবার, মে ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে আসুক রাজনীতিবিদই, চান আ.লীগের নেতারাও

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০৬ পিএম

রাষ্ট্রপতি পদে আসুক রাজনীতিবিদই, চান আ.লীগের নেতারাও

 

পার্থ প্রতিম নন্দী, চট্টগ্রাম ব্যুরো: দেশের মানুষ এখন তাদের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন সেই নাম শোনার অপেক্ষায়। তাই সবার দৃষ্টি বঙ্গভবনের দিকে। এই পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীও চূড়ান্ত হতে পারে আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)। নির্বাচনী বছরে ২২তম রাষ্ট্রপতি পদে পুরোদস্তুর একজন রাজনীতিবিদকেই চান দেশের মানুষ। ঠিক একই প্রত্যাশা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। তবে দিনশেষে সবকিছুই নির্ভর করছে দলটির আস্থা এবং ভরসার আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরই।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ডাকা হয়েছে। সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ওই সভায় দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে পারে আওয়ামী লীগ।

রাষ্ট্রপতি প্রসঙ্গে দলটির নেতাদের অভিমত হচ্ছে- টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ প্রতিবারই দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে। আমাদের তৃণমূল নেতাকর্মীদেরও চাওয়া হলো রাজনীবিদদের মধ্য থেকেই রাষ্ট্রপতি আসবেন।

নির্বাচনী বছরে রাষ্ট্রপতি পদে কে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন- এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানামুখী আলোচনা, বিচার-বিশ্লেষণ। আওয়ামী লীগসহ রাজনৈতিক অঙ্গনে এবং গণমাধ্যমে নতুন রাষ্ট্রপতি পদে গত কিছুদিন ধরে যাদের নাম আলোচনায় উঠে এসেছে তারা সবাই রাজনৈতিক অঙ্গন খুব পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মোস্তাফিজুর রহমান ফিজারসহ বেশ ক’জন।

দলীয় একাধিক সূত্র মতে, দলের মধ্যে একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করতে জোরালো দাবি আছে। সে ক্ষেত্রে অনেকেই সাবেক সচিব মসিউর রহমানের বিরুদ্ধে ছিলেন। তবে মসিউর রহমান অবসর গ্রহণের পর থেকে আওয়ামী লীগের সঙ্গেই আছেন। আওয়ামী লীগের বিগত কয়েকটি কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন।

অন্যদিকে পুরোদস্তুর রাজনীতিক হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদে ‘শক্তিশালী’ প্রার্থী বিবেচনা করছেন দলের কেউ কেউ। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির পর তাঁকে রাষ্ট্রপতির সম্মান দেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাদের কেউ কেউ। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের যে নতুন কমিটি গঠন করা হয়, তাতে সভাপতিমণ্ডলীতে মোশাররফ হোসেনের নাম সভাপতির পরেই রাখা হয়েছে। এটাকেও কেউ কেউ রাষ্ট্রপতি পদে বিবেচনার ইঙ্গিত মনে করছেন।

এছাড়াও চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে শুরু থেকেই। দেশের এই মেয়াদের রাষ্ট্রপতি চট্টগ্রাম থেকে হলে সেটার প্রতিদান দেয়া হবে বলেও মনে করে সবাই। সেই বিবেচনায় সবাই বলছেন, চট্টগ্রাম আওয়ামী লীগের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ। সাতবারের নির্বাচিত এই বর্ষীয়ান রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য। মুক্তিযুদ্ধ সহ দলের সকল ক্রান্তিলগ্নে শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে তিনি দলের নেতাকর্মীদের সংগঠিত করে ছিলেন রাজপথেই। রাজনীতির জীবনের শেষ সময়ে এসে তাকে রাষ্ট্রপতি করা হলে সেটা হবে তাকে এবং চট্টগ্রাম সম্মান জানানো। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম স্মৃতি এবং প্রেম সকলের জানা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। এরপর ওই বছরেরই ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ তিনি। দুই দফায় রাষ্ট্রপতি থাকায় সংবিধান অনুযায়ী তার আবারও রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নেই। আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ।

তবে সংবিধানে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে। সেই হিসাব অনুযায়ী ২৩ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী, দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X