alo
ঢাকা, শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২২, ১০:০৫ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের
alo

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই রোগীর নাম রুবী আক্তার (৪২)। 

সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে সর্বশেষ ২৪ ঘন্টার এই একটি মৃত্যুসহ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মোট সংখ্যা দাড়িয়েছে ১১ জনে। আগের দিন যা ছিলো ৬ জন।

এই বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, 'মূলত চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গুর তথ্য আমরা হালনাগাদ পাইনি৷ গতকাল তারা পুরো বছরে তাদের হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের তথ্যও দিয়েছে। এটি সমন্বয় করায় সর্বশেষ ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হলেও মোট মৃত্যুর সংখ্যা বেড়েছে ৫ টি। যার ৪ জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আগে মৃত্যু বরণ করেছেন।' 

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৮ জন। যাদের ৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

নিউজনাউ/একে/২০২২
 

X