alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামে দ্বিগুণ করোনা শনাক্তের দিনে শতাংশের হার ৩৭.৩৬

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২২, ০১:৫১ পিএম

চট্টগ্রামে দ্বিগুণ করোনা শনাক্তের দিনে শতাংশের হার ৩৭.৩৬
alo

 

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামে করোনার সংক্রমণ একদিনের ব্যবধানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯১টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। আগের দিনে যা ছিল ১৮ দশমিক ১৮ শতাংশ। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।নতুন আক্রান্ত ৩১ জন মহানগর এলাকা এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ১২১ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯৭৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

নিউজনাউ/পিপিএন/২০২২

X