সুপন রায়: ‘মহামান্য’ -এর ভুল ব্যবহার নিয়ে একজন সাংবাদিক -কে আমি প্রশ্ন করেছিলাম ২ দিন আগে | তাঁর কাছে জানতে চেয়েছিলাম, বাংলাদেশে ‘মহামান্য’ বলতে আমরা আসলে কী বুঝি ?
বাংলাদেশে ‘মহামান্য’ বলতে যে প্রেসিডেন্টকে বোঝানো হয়ে থাকে- সেটা কম বেশী আমরা সকলেই জানি ! তাই যদি হয়ে থাকে, তাহলে তো আল-জাজিরা ইংরেজী চ্যানেল-টি আসল জায়গাতেই ভুল করেছে | যেটির ওপর পুরো কাজটি-ই নির্ভর করে আছে |
বলে রাখা ভাল যে, যাকে আমি প্রশ্ন করেছিলাম, তিনি সিনিয়র সাংবাদিক | আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাঁর আছে | এবং তাঁকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মান করি | সে কথা তিনি জানেন এবং বিশ্বাস করেন বলেও যৌক্তিক কারণ আছে |
ফেসবুকে ২ দিন আগে তাঁর একটি লেখায় কমেনট সেকশনে করা আমার সেই প্রশ্নের উত্তরে তিনি লিখেছেন- ‘ These are Trivial Questions. Only thing matters is the alleged wrongdoings which requires investigation’ .
তাঁর উত্তরে কথোপকথনে তাৎক্ষণিক উত্তরে আমি লিখেছি, দুঃখিত প্রশ্ন করায় | আর কখনো প্রশ্ন করবো না | আমাকে একটু সময় দিন উত্তর দেবার |
ইংরেজী Trivial শব্দের অর্থ কী, তা আমি অভিধান সূত্রে জানি | যেটি অল্প মূল্য বা গুরুত্ব অর্থে বোঝানো হয়ে থাকে | এই শব্দের ব্যবহার নিয়ে বিস্তারিত লেখার মতো সময় এবং মনোযোগ সেদিন ছিল না | গাড়ীতে চলন্ত অবসহায় তাৎক্ষনিক ভাবে কথোপকথনটি হয়েছিল | এবার বলি, কেন আমার প্রশ্ন টি Trivial নয় ! ব্যাখ্যা না করলে ফেসবুকে স্বল্প পরিসরে বোঝানোও মুশকিল |
যুক্তি আকারে এক এক করে পয়েন্ট আকারে নীচে যুক্তি তুলে ধরছি :
১. আল-জাজিরা যেটিকে Investigative Documentary/film/Report বলে প্রচার করেছে, সেটিতে পেশাদারিত্বের অভাব আছে |
২. এটি মূলত একজন আদালত দ্বারা সবিকৃত অপরাধীর বাহাদুরির গল্প | যে গল্পে প্রমাণ করার কোনো Sequence ছিল না |
৩. এটি একপেশে বক্তব্য | এরকম বাহাদুরি দেশে এবং বিদেশে অনেকেই করে থাকেন| অমুক আমার কথায় চলে | অমুক আমার কথায় নাচে | অসংখ্য বাহাদুর দেশে ও বিদেশে দেখতে পাওয়া যায় |
৪. অর্থ পাচারের এর কোনো প্রমান এতে নেই |
৫. পাসপোর্ট জালিয়াতি হয়েছে, সেটিও সাংবাদিকতার সবীকৃত পথ দ্বারা প্রমাণ করা হয়নি | কতৃপক্ষের কোনো বক্তব্য নেই তাতে | কেবল উমমে কুলসুম নামে একজনের সিল ছাড়া |
৬. এটি মূলত একটি Reconstruction Film | কোনো False Look এতে নেই | সবই সিনেমার মতো নিখুঁত | যেটি আল-জাজিরার বদলে Netflix এ চলার বেশী উপযোগী |
৭. ‘মহামান্য’ শব্দের অর্থ অনুসন্ধানকারী সাংবাদিকের বুঝতে না পারা অযোগ্যতা | মুর্খতা | ‘মহামান্য’ বলতে কখনোই প্রধানমন্ত্রীকে বোঝানো হয় না বাংলাদেশে |
৮. ডেভিড বারগম্যান activism ও Journalism এর তফাৎটা বোঝেন না | তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রচুর প্রশ্ন আছে | আদালতে তিনি অভিযুক্ত হয়েছেন |
৯. অনুসন্ধান হতে হয় প্রমাণের উপর | গল্পের ফাঁকে ফাঁকে প্রমাণের প্রচণ্ড ভিত্তি থাকতে হয় | এটিতে তা একদমই নেই |
১০. প্রধানমন্ত্রীকে কেন জড়ানো হয়েছে, তা Establish করা হয়নি |
বাংলাদেশে তো সবাই, বিশেষ করে সরকার ঘনিষ্ট বা দলে কাজ করেন- এমন অনেকেই নিজেকে প্রধানমন্ত্রীর কাছের লোক বলে পরিচয় দিয়ে থাকেন | সেটি কেউ বলে দিল, আর অনুসন্ধান হয়ে গেল !
বিষয়টি কী এতোই সহজ ?
উপরের কারণগুলোর কারণে এবং একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে আমি এটিকে Investigative Documentary মনে করি না |
আমার সেই শ্রদ্ধেয় ভাই আরো লিখেছেন, ‘ if you don’t call it investigative Journalism than Please define what is investigation and what is Journalism? I am willing to learn’.
তাঁর উদ্দেশ্যে বলি, আপনাকে মন থেকে সম্মান করি বলে এবং পেশায় সিনিয়র বলে, কোনটা অনুসন্ধান এবং কোনটা সাংবাদিকতা- তা নিয়ে কোনোরকম ডিবেট এ যেতে চাই না আমি| এটি অনেক বিরাট আলাপের বিষয় | প্রচুর ব্যাখ্যা দিতে হবে |
তার বদলে আমি শুধু আমার পেশাদারিত্ব নিয়ে ছোট্ট করে একটি কথা বলে দিতে চাই | একজন আপাদমস্তক পেশাদার সাংবাদিক বলে আমি নিজেকে ভাবি | এবং দাবী করি | ২৬ বছরের ক্যারিয়ারে অসংখ্য investigative Report করার সুযোগ বা সৌভাগ্য আমার হয়েছে |
‘ভোরের কাগজ’, ‘প্রথম আলো’, ‘একুশে টেলিভিশন’, ‘এনটিভি’, ‘যমুনা টেলিভিশন’ এ তার অজস্র প্রমাণ আছে | উদাহরণ টেনে লেখা লম্বা করতে চাই না |
শুধু এইটুকু বলি, ১৯৯৮ সালে ঢাকা রিপোটার্স ইউনিটি থেকে অনুসন্ধানী সাংবাদিকতার সেরা পুরষ্কারটি আমি অর্জন করেছিলাম | নাম- ‘মানিক মিয়া স্মৃতি পুরষ্কার’|
আপনি সবশেষে লিখেছেন, ‘ I have seen, heard, and read hundred of investigative report in all forms- video,audio,print. Sorry, I just cannot rubbish it. Thanks .
প্রথমত, আমি কখনোই ওই কাজকে Rubbish বলিনি |
আপনার পান্ডিত্য নিয়ে আমার কোনো রকম সংশয় নেই | মনে করে দেখুন, আপনাকে প্রতিষ্ঠানে প্রধান হিসেবে পাওয়ার আশায়, একজন বিদেশী সাংবাদিককে অনুরোধ করেছিলাম | আপনি তা জানেন | ভুলে যাননি বলে বিশ্বাস করি |
আমি মনে প্রাণে একজন আপাদমস্তক সাংবাদিক বলে গর্ব বোধ করি | যদিও এখন সরাসরি পেশাতে কর্মরত নই | কিন্তু পেশা থেকে দুরেও নই |
নিজের ফেসবুক প্রোফাইলে তাই বহু আগেই লিখে রেখেছি- ‘Once a Reporter, always a Reporter’ |
আরেকটি কথা, কলেজ, বিশ্ববিদ্যালয়, ও পেশাগত জীবনে ভুলেও কখনো কোনো দলের সঙ্গে আমি যুক্ত হইনি | সে কারণে আজ অবধি কেবলই পেশাগত ২টি সংগঠনের ( Bangladesh Crime Reporters Association, Dhaka Reporters Unity) সদস্য আমি |
২৬ বছর পার হয়ে গেলেও জাতীয় প্রেস ক্লাবের সদস্য হবার যোগ্যতা অর্জন করিনি |
সবশেষে, একজন প্রয়াত সাংবদিকের কথা বলে দীর্ঘ লেখার শেষ টানতে চাই |
যখন পেশায় নবীন ও বয়সেও তরুণ ছিলাম, তখন জাতীয় প্রেস ক্লাবে ৩ দিনের এক সেমিনারে অংশ নেবার সুযোগ হয়েছিল আমার | যেটি আয়োজন করা হয়েছিল, investigative journalism নিয়ে | প্রয়াত সেই সাংবাদিকের কথা বলার এবং বোঝানোর ধরন ছিল দারুন | বয়সে নবীন বলে তখন বুঝতে পারিনি | পরে জেনেছি, জীবনে তিনি ১ টি investigative Report ও করেননি | সবই বই থেকে পড়া |
বইয়ে পড়া এক জিনিস, বাসতবে জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রকৃত investigation করে রিপোর্ট করা আরেক জিনিস | বহু বার মৃত্যুর মুখোমুখি আমি হয়েছি পেশাগত জীবনে | মামলার মুখোমুখি হয়েছি |
সে কারণে আমি জানি- what is called Investigative Journalism?
যারা বিদেশের মাটিতে বসে কথিত investigative Documentary টি-তে অংশ নিয়েছেন, তারা investigation শব্দটির অপব্যবহার করেছেন | Sensation তৈরী করবার জন্য | কিন্তু নির্মোহ তদন্ত করেননি | ফাঁকিবাজী, গোঁজামিল দিয়েছেন |
আর আল-জাজিরা ইংরেজী চ্যানেলে যারা বাংলাদেশ থেকে অতীতে কাজ করেছেন- মানের দিক থেকে তারা কেমন ছিলেন, তা আমরা বহুবার প্রত্যক্ষ করেছি মাঠে থেকে|
বাংলাদেশ নিয়ে চ্যানেলটির ( AL Jazeera English not Arabic) Editorial Policy নিরপেক্ষ নয় | investor দের নানা purpose তারা সার্ভ করে থাকে| ফলে, সহজেই তাদেরকে প্রভাবিত করার সুযোগ থেকে যায় |
সেখানে কী ( কাতার দুতাবাস ) আমাদের প্রেস মিনিস্টার বলে কেউ নিয়োজিত নেই ? আমার জানা নেই| দুতাবাসের ভূমিকা কী তাহলে আসলে ?
আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করা হলো, তাদের কী কোনো দায় নেই এতে?
নিউজনাউ/এমএএন/২০২১