alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

প্যারিসে প্রবাসীদের সাথে এনসিসি ব্যাংকের শীর্ষ কর্তাদের মতবিনিময়

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩, ১২:১২ পিএম

প্যারিসে প্রবাসীদের সাথে এনসিসি ব্যাংকের শীর্ষ কর্তাদের মতবিনিময়
alo


ফ্রান্স প্রতিনিধি: বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের দেশে অর্থ প্রেরণে উদ্বুদ্ধ করতে ইউরোপের চারটি অন্যতম প্রবাসী অধ্যুষিত দেশের রাজধানী লন্ডন, রোম ও মাদ্রিদ সফরের পর বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় প্যারিসের পোর্ট দ্যা পন্থার হোটেল মারকুইর’র হল রোমে এনসিসি ব্যাংক বাংলাদেশের উদ্যোগে মিট দ্যা এনআরবি নামে একটি সভার আয়োজন করা হয়।

এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রেমিটেন্স এন্ড প্রবাসী শাখার প্রধান এম ডি মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান এম ডি আবুল বাশার সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এস এম আবু মহসিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ ও এন সি ই মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান ইকরাম ফরাজী। 

অনুষ্ঠানের আমন্ত্রিত অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, ব্যবসায়ী নেতা মেহমুদ আলম, ফ্রান্স আওয়ামী সহসভাপতি সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী ও ব্যবসায়ী নেতা শাহীন আরমান চৌধুরী, তরুণ ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব নিয়াজ উদ্দীন চৌধুরী হিরা, ই পি এস ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরীসহ অনেকে। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিল মিজানুর রহমান ও বাংলাদেশ দূতাবাসের দুতালয় প্রধান মোঃ ওয়ালিদ বিন কাশিম। সভা বক্তারা ব্যাংকিং চ্যানেলে বিভিন্ন সমস্যাবলী ও তার প্রতিকার তুলে ধরেন। 

রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা বলেন, অবৈধ চ্যানেলে লেনদেনের ফলে আপনি অপরাধ কে প্রশ্রয় দিচ্ছেন ও নিজেও অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন। তিনি দেশের অর্থনীতিতে গতিশীল রাখেন প্রবাসীদের বৈধ পথে অর্থ প্রেরণের জন্য আহবান জানান। 

প্রবাসীদের দাবী প্রেক্ষিতে রাষ্ট্রদূত বলেন দেশে গিয়ে যদি কেউ বিমানবন্দরের লাঞ্ছনার শিকার হন যদি আপনারা লিখিত আকারে দূতাবাসে অভিযোগ করেন তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নিবো। 

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন ফ্রান্স প্রবাসীরা ২০-২১ অর্থবছরে রেমিটেন্স প্রেরণে ১৪ নাম্বারে ২১-২২অর্থবছরে ১৩ নাম্বারে এবং চলতি অর্থবছরে ১২ নাম্বারে অবস্থান করছে। তাই আমরা বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে ফ্রান্স প্রবাসীদের উদ্বুদ্ধ করতে এখানে এসেছি। বর্তমানে দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশী। কারণ বর্তমান রিজার্ভের ৬৬% আসে রেমিটেন্স থেকে। 

অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের সম্মানের ডিনারের আয়োজন করা হয়। সার্বিক তত্বাবধানের দায়িত্ব ছিলেন মানিগ্রামের ফ্রান্সের কমার্শিয়াল ম্যানেজার সোহরাব হোসেন সাগর ও এনসিসি ব্যাংকের স্থানীয় প্রতিনিধি কুতুব উদ্দিন সোহেল।

নিউজনাউ/আরবি/২০২৩

X