alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

জার্মানিতে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মানববন্ধন

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩, ০৩:৫৯ পিএম

জার্মানিতে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মানববন্ধন
alo

জার্মানি প্রতিনিধি: দেশে গণতান্ত্রিক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিসহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীসহ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জার্মানির রাজধানী বার্লিনে মানববন্ধন করেছে জার্মানির বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

বুধবার (১৫ মার্চ) বার্লিনে চ্যান্সেলর ওলাফ শলজ'র কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয় সংগঠনের শীর্ষ নেতা কাজী রেজাউল হক সাঈদ, নজরুল ইসলাম সেন্টু, মো: নিজাম উদ্দিন ও বাবলু মিয়া, রেজাউল ইসলাম রাজু, মোঃ আওলাদ হোসেন, মঈন উদ্দিন, নুরুউদ্দিন মিঠু মিঞ্জু, নজরুল ইসলাম, সাব্বির আহমেদ, তোবারক হোসেন, দেলোয়ার মোল্লা, শাহীন হাফেজ, বাদল হোসেন, নিজাম উদ্দিন, পিন্টু হোসেন, দেলোয়ার হোসেন ও মোসলেম উদ্দিনসহ আরও অনেকে। 

এসময় মানববন্ধন থেকে দেশে বিএনপি কতৃক সভা সমাবেশসহ করার অনুমতিসহ, তত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন ও জনগণের ভোটের অধিকার নিশ্চিতের আহবান জানানো হয়। পরে চ্যান্সেলরের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

নিউজনাউ/কেআই/২০২৩
 

X