নিউজনাউ ডেস্ক: বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা আহমেদ জোভান। অন্যদিকে সুরেলা কণ্ঠের যাদুকর সাবরিনা পড়শী। এবার দুজনের দেখা হলো ‘লাভ স্টেশন’-এ। না, এটা বাস্তবের কোনও প্রেম-রসায়ন নয়। বরং নাটকের গল্প।
নানা ঘটনায় জোভান-পড়শী মুখোমুখি হন। কিন্তু দুজনের ভালোবাসার কথা কেউ বলতে পারেন না। একদিন নিজের রিসোর্টে পড়শীকে দাওয়াত দেন জোভান-এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘লাভ স্টেশন’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে নিজের চরিত্রেই অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা পড়শী। তার সঙ্গে জুটি বেঁধেছেন জোভান আহমেদ। এছাড়াও আছেন শহীদুল্লাহ সবুজ, পাপিয়া, ফরহাদ লিমন, কুন্তল বিশ্বাস বুকি, আরফান অনিকসহ অনেকে।
কাজটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক মহিদুল মহিম জানান, ‘এই নাটকে সংগীতশিল্পী পড়শীর অনবদ্য অভিনয় মানুষ দীর্ঘদিন মনে রাখবে। জোভানসহ অন্যরাও খুব ভালো করেছেন। কাজটি নিয়ে আমাদের পুরো টিম খুব আশাবাদী।’
নিউজনাউ/কেআই/২০২৩