alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

‘ফারাজ’-এর ট্রেলারে উত্তাল নেটদুনিয়া

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৩, ০৭:০৮ পিএম

‘ফারাজ’-এর ট্রেলারে উত্তাল নেটদুনিয়া
alo

নিউজনাউ ডেস্ক: বহুল আলোচিত ঘটনা হলিআর্টিজান নিয়ে নির্মিত সিনেমা ‘ফারাজ’। ফেব্রুয়ারির ৩ তারিখে ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে মুক্তি পেলে সিনেমাটির ট্রেলার।

মুক্তির আগে থেকেই বেশ আলোচিত ছবিটির কাহিনি। কারণ এ সিনেমার ঘটনাটি বাংলাদেশে ঘটে যাওয়া ২০১৬ সালের ১ জুলাই স্থানীয় সময় রাত ৯ টা ২০ মিনিটে, নয়জন হামলাকারী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজান বেকারিতে গুলিবর্ষণ ও তার পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে।

যদিও এ নিয়ে বেশ সমালোচনাও রয়েছে। কারণ এই একই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। কিন্তু সিনেমাটি এখনও মুক্তি দেয়া হয়নি। এ নিয়ে চলছে মামলা, যার শুনানি হবে ২১ জানুয়ারি।

ছবিটির মুক্তি নিয়ে চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা। সেই যাইহোক ভারতে মুক্তিপ্রাত্ত ‘ফারাজ’ সিনেমাটি মুক্তি দেওয়ার আগে প্রকাশ করা হলো ২ মিনিট ৭ সেকেন্ডের ট্রেলার। এরপর থেকেই বেশ উত্তাল হয়ে উঠেছে নেটদুনিয়া।

চলচ্চিত্রটির পরিচালক হানসাল মেহতা এক বিবৃতিতে জানান, তরুণরা কীভাবে সহিংসতায় জড়িয়ে পড়েন, তা আবিষ্কারের চেষ্টা করেছি সিনেমায়। সেই সাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসমসাহস ও মানবতার প্রয়োজন, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে এ সিনেমায়।

নিউজনাউ/কেআই/২০২৩
 

X