নিউজনাউ ডেস্ক: ইন্টার্নশিপ শব্দটি যতোটা সহজে বলা যায়, ঠিক ততোটা বড় ভয়ের নাম স্নাতক শেষ হওয়ার আগে বা পরে শিক্ষার্থীদের জন্য। এইবার সেইসব জীবনের গল্পগুলো দর্শকদের নিয়ে আসছে চরকি।
রেজাউর রহমানের পরিচালনায় ৬ পর্বের এই ওয়েব সিরিজে দেখা যাবে বর্তমান সময়ের একঝাঁক তরুণ অভিনেতা। সম্প্রতি চরকির অফিসিয়াল ফেসবুক থেকে প্রকাশ করা হয়েছে এই সিরিজের একটি পোস্টার। তবে মজার ব্যাপার হলো পোস্টারে ইন্টার্নশিপ বানানে খানিক ভুল রয়েছে! লেখা হয়েছে Internsheep।
এটা ভুল নাকি ইচ্ছাকৃত! অনেকটা সহজ ভাষায় আঙ্গিকে রেজাউর রহমান বলেন, ‘ইচ্ছাকৃত ভুল। তিনি বলেন, Sheep বা ভেড়াকে আমরা প্রায় দেখি দলবেঁধে থাকতে। লাঠি দিয়ে কেউ রাস্তা দেখায় তাদের। তখনই মাথায় আসলো , ইন্টার্নদের জীবনটা হচ্ছে অনেকটা ভেড়াদের মতো। ইন্টার্নদের না আছে, ফ্রিডম, না আছে চয়েস, না আছে ভয়েজ।বস যা বলে তা-ই করতে হয়। আমাদের গল্পের ইন্টার্নগুলোর চরিএ ও ওইরকম।
৬ পর্বের ১৪০ মিনিটের এই সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কারিনা কাইসার। মুক্তি পাচ্ছে শিগগিরই।
সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছে নাট্যজন বৃন্দাবন-খুশি দম্পতির পুত্র সৌম্য জ্যোতি। নতুন বছরের প্রথম কাজ ও শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সৌম্য বলেন, ‘দারুণ একটি কনসেপ্ট। পুরো স্ক্রিপ্ট খুবই ইন্টারেস্টিং। বর্তমান পরিস্থিতির সাথে বেশ মিল রয়েছে। সবাই প্রায় সমবয়সী হওয়ায় শুটিংয়ের সময়টা বেশ উপভোগ করেছি। এই ধরনের সিচুয়েশনাল কমেডি আগে নির্মাণ হয়নি। এই সিরিজে আসলে জবের প্রথম দিন থেকে মাসের শেষ পর্যন্ত ছোট ছোট বিষয় তুলে ধরা হয়েছে।’
সিরিজে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, মীর রাব্বী, সারা আলম, সাদিয়া আয়মান, তাসলিমা হোসেন নদী, প্রিয়ন্তি উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, সাইফ ইমাম, অর্পণ চাকমা, নাফিস আহমেদ, মুকুল সিরাজ, টনি মাইকেল, রোথশি সিদ্দিকা, কাজী তানভীর রশিদ, সোহাগ, আরেফিন জিলানি, আমিন হান্নান চৌধুরী প্রমুখ।
নিউজনাউ/এসবি/পিপিএন/২০২৩