alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

অমিতাভ বচ্চন শুভকামনা জানালেন চঞ্চল চৌধুরীকে

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৩, ০১:০৯ পিএম

অমিতাভ বচ্চন শুভকামনা জানালেন চঞ্চল চৌধুরীকে
alo

নিউজনাউ ডেস্ক:  উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন শুভ কামনা জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভ কামনা জানান তিনি।

শুধু চঞ্চল চৌধুরীকেই না, কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জিকেও শুভকামনা জানিয়েছেন অমিতাভ বচ্চন। আর শুভ কামনা জানানোর কারণ ‘‌পদাতিক’ সিনেমা। সৃজিত পরিচালিত সিনেমাটিতে খ্যাতিমান নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল।

সিনেমাটির ঘোষণার সময় একটি পোস্টার প্রকাশ করা হয়। সেই পোস্টারটি বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন অমিতাভ। ক্যাপশনে লিখেছেন, ‘‌সবার জন্য শুভ কামনা।’

তার নিচে হ্যাশট্যাগ দিয়ে তিনটি নাম, প্রথমে ‘‌পদাতিক’, দ্বিতীয়তে ‘‌চঞ্চল চৌধুরী’ ও তৃতীয়তে ‘‌সৃজিত মুখার্জি’। পোস্টটিতে দেশ-বিদেশের অনেকেই মন্তব্য করেছেন। দেশের মন্তব্যকারীরা চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন।

অমিতাভ বচ্চনের সঙ্গে কিছুদিন আগেই কলকাতা চলচ্চিত্র উৎসবে একমঞ্চে দেখা গেছে চঞ্চলকে। সেখানে আরও ছিলেন শাহরুখ খান।

নিউজনাউ/এফএস/২০২৩

X