alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

এক বছরে ৯ ছবি নিয়ে আসছেন শাহরুখ

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৩, ০৭:১৪ পিএম

এক বছরে ৯ ছবি নিয়ে আসছেন শাহরুখ
alo

নিউজনাউ ডেস্ক: ২০২৩ এই বছরে যেমন বলিউড ইন্ডাস্ট্রি নিজেদের হারানো ঐতিহ্য ফেরাতে মরিয়া, অন্যদিকে বলিউড বাদশাহ চাইছে পুরো বছরটা নিজের করে রাখতে। প্রায় ৪ বছর পর বড় পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ খান। ২০২২ সালে বড় পর্দায় শাহরুখ ফিরলেও অভিনয় করেছেন অতিথিশিল্পী হিসাবে। তবে এইবার ৯টি ছবি নিয়ে ফের রাজত্ব চালাতে আসছেন বাদশাহ। চলুন একবার দেখে আসা যাক।

বছরের শুরুতেই থাকছে শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা 'পাঠান'। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং ভিলেন চরিত্রে জন আব্রাহামকে।ইতোমধ্যে এই ছবির ‘বেশরম রং‌’ হোক বা ‘ঝুমে জো পাঠান’ মুক্তি পাওয়া গান দুটির ভিডিও নিয়ে বিতর্কিত হয়েছেন শাহরুখ এবং দীপিকা।

এরপর পরপরই থাকছে দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের সাথে সিনেমা । নাম 'জাওয়ান'।সিনেমাটি মুক্তি পাওয়ার কথা জুন মাসের ২ তারিখ। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিতে প্রথমবার শাহরুখের সাথে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। এছাড়াও ছবিতে বিশেষ পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন থালাপতি বিজয়।  হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় এই ছবিটি দেখানো হবে ভারতের বিভিন্ন অঞ্চলে।


২০২৩ এর বড় আরেকটি চমক হলো প্রথমবারের মতো রাজকুমারীর হিরানির সাথে শাহরুখের জুটিবন্ধন। রাজকুমার হিরানির পরিচালায় এবং গৌরী খানের প্রয়োজনায় এ বছর মুক্তি পাবে ‘ডানকি’ ছবিটি। জাওয়ান সিনেমার মতো এই ছবিতে শাহরুখের বিপরীতে নায়িকার চরিত্রে প্রথমবারের মতো দেখতে পাওয়া যাবে তাপসী পান্নুকে।

বলিউডের সবচেয়ে সবসময় আলোচিত খবর থাকে শাহরুখ সালমান জুটি। তবে দুই অভিনেতা বার বার এই ভুল ধারণা ভেঙেছেন এক সঙ্গে অভিনয় করে। এ বছরও এই দুই তারকাকে দু’টি ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে।

এই বছরের আরো একটি বড় ধামাকার ছবি হতে যাচ্ছে 'টাইগার থ্রী'। এই ছবির আগের পর্বগুলিতে সালমান এবং ক্যাটরিনা কাইফের যুগলবন্দি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে এইবার দুটি চমক রাখতে চলেছেন ইয়াস রাজ ফিল্মস ইন্ড্রাস্টি। ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি আর ছোট একটি ক্যামিও চরিত্রে শাহরুখ খানকে। তাছাড়াও পাঠান’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করবেন সালমান খানও।

সম্প্রতি কমল হাসানের অভিনীত সিনেমা 'হে রাম' এই ছবিটির হিন্দি সংস্করণে অভিনয় করার গুঞ্জন শোনা গিয়েছে।সম্প্রতি কমল হাসান জানিয়েছেন, তার এই ছবির স্বত্ব কিনেছেন শাহরুখ। এই ছবিতে শাহরুখ মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলে  গুঞ্জন রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি

সন্জয় লীলা বানশালী আর শাহরুখ অভিনীত 'দেবদাস' বলিউডের ক্লাট ক্লাসিক সিনেমা। ফের এই জুটি আসতে চলেছেন একটি প্রেমের ছবি নিয়ে। ছবির নাম ‘ইজ়হার’ বলে জানা গেছে।

২০১৭ সালে রাহুল ধোলাকিয়ার পরিচালনায় ‘রইস’ ছবিতে শাহরুখের অভিনয় দেখে দর্শক প্রশংসায় মুখর হয়ে পড়েছিলেন। বলিউডের একাংশের অনুমান রাহুল আবার শাহরুখ আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন।

'চক দে ইন্ডিয়া' বলিউডের জন্য আর শাহরুখের জন্য ল্যান্ডমার্ক সৃষ্টি করা সিনেমা। শিমিত আমিনের পরিচালনায় এই ছবিতে শাহরুখকে স্বদেশ সিনেমার পর আবারো ভিন্ন অবতারে দেখতে পায়। শোনা যাচ্ছে চলতি বছরে শিমিত আবার একটি ছবি পরিচালনা করতে চলেছেন। শোনা যাচ্ছে, এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখকে বেছে নিয়েছেন শিমিত।

আশুতোষ গৌরিকার যিনি কিনা ঐতিহাসিক ইতিহাস সিনেমা তৈরিতে বেশ সমাদৃত বলি পাড়ায় । তিনি এখন বর্তমানে ভারতের সেনা এবং বিমান বাহিনীকে সম্মান জানাতে ‘অপারেশন খুকরি’ সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বড় পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। সেটি এই বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। আনন্দের খবর হলো এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। 

দর্শকরা ফের শাহরুখকে পর্দা কাঁপাতে দেখতে মুখিয়ে আছে। বিগত কয়েক বছরে ‘ফ্যান’, ‘জ়িরো’, ‘হ্যারি মেট সেজল’এর মতো ছবিতে শাহরুখের অভিনয় সে রকম মনকাড়া ছিল না।তাই এই বছর দর্শকদের প্রত্যাশা পুরোনো শাহরুখ যাতে নতুন করে ফিরে আসে।

নিউজনাউ/এসবি/পিপিএন/২০২৩

X