নিউজনাউ ডেস্ক: বিয়ে করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। সোমবার (২২ ফেব্রুয়ারি) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তার গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গায়ে হলুদ অনুষ্ঠানে দুই পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সাব্বির জামান, মুহিন, খান, কিশোর দাস, প্রতীক হাসান, লিজাসহ অনেকে।
রাজধানীর একটি রেস্টুরেন্টে বুধবার (২৪ ফেব্রুয়ারি) গাঁটছড়া বাঁধবেন ক্লোজআপ ওয়ান ২০০৬খ্যাত এই তারকা।
নিশিতার বরের নাম দীপংকর বড়ুয়া। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তাদের দুজনেরই গ্রামের বাড়ি চট্টগ্রামে। জানা যায়, নিশিতা বড়ুয়া ও দীপংকর বড়ুয়ার চার বছর আগ থেকে জানাশোনা ছিল।
ক্লোজআপ ওয়ান ২০০৬-এর দ্বিতীয় রানারআপ ছিলেন নিশিতা বড়ুয়া। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে গানটির মাধ্যমে ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের প্রিয়মুখ হয়ে উঠেছিলেন এই শিল্পী। ২০০৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম আমায় নিয়ে চলো।চলচ্চিত্র ছাড়াও বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। রেডিও জকি হিসাবেও নিশিতা কাজ করেছেন।
নিউজনাউ/এসএআর/২০২১