নিউজনাউ ডেস্ক: ২০২২ সাল বলিউডের জন্য ছিল দূর্বিসহ বছর। দক্ষিণীতে নির্মিত ভালো সিনেমার উপর হিন্দিতে রিমেইক সিনেমা থেকে শুরু করে অনেক ভালো ভালো ছবিও ফ্লপ গিয়েছে। এছাড়াও বড় বড় তারকাদের সিনেমা ও দেখতে হয়েছে ফ্লপের চেহারা। কিন্তু এতো কিছুর পরেও সামনে বলিউডের কিছু সিনেমা আশার মুখ দেখাচ্ছে। চলুন একবার দেখা আসা যাক ২০২৩ সাল বলিউডের জন্য কি রাখছে।
পাঠান: বলিউডের এই মুহূর্তে বহুল প্রতীক্ষিত সিনেমার মধ্যে একটি হলো 'পাঠান'। এই সিনেমার মধ্য দিয়ে প্রায় ৪ বছর পর্দায় ফিরতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান, অন্যদিকে প্রায় অনেকদিন পর ইয়াস রাজ ফিল্মসের ব্যানারে দেখা যাবে জন আব্রাহামকে। তাও ভিলেন চরিত্রে। এই ইয়াস রাজ ফিল্মস থেকে নির্মিত 'ধুম' সিনেমা জন আব্রাহামের ক্যারিয়ার বদলে দিয়েছিল, তাও ভিলেন চরিত্রে। এখন দেখা যাক বাকিটা কোথায় গিয়ে দাঁড়ায়। সিনেমাটি আরো আছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি মুক্তি পাবে ২৫শে জানুয়ারি।
সালার: প্রশান্ত নীল, যার পরিচালনায় ২০২২ সালে কেজিএফ চ্যাপ্টার ২ দিয়ে পুরো কন্নড় ইন্ড্রাসট্রি থেকে শুরু বলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল। এইবার তিনি নিয়ে আসছেন নতুন সিনেমা সালার। যেটা নিয়ে ভক্তদের আগ্ৰহের কমতি নেই। ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, পৃথ্বীরাজ, শ্রুতি হাসান প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর।
ডানকি: পাঠানের রেশ যেতে না যেতে দর্শকরা আবার উপভোগ করবে শাহরুখের নতুন সিনেমা ডানকি। এতে প্রথমবারের মতো রাজকুমার হিরানির সাথে জুটি বেঁধে পর্দায় আসছেন শাহরুখ খান । সাথে অভিনয় করেছেন তাপসী পান্নু। মুক্তির দিন চূড়ান্ত হয়নি।
ইন্ডিয়ানা টু: কামাল হাসান যার কথা আলাদা করে বলার কিছু নেই। বিক্রম সিনেমা দিয়ে গতবছর ব্যাপক সাড়া জাগিয়েছিলেন তিনি। এবার কমল হাসান রাজত্ব করতে পারেন ব্যাপক ব্যবসাসফল ছবিটির সিকুয়েল দিয়ে। এইবার দেখা যাক তিনি কি উপহার দেয়।
পুষ্পা: দ্য রুল—পার্ট টু: বছরের অন্যতম সিনেমার মধ্যে এটি হচ্ছে আরেকটি।যা নিয়ে দর্শকদের কমতি নেই। এর মধ্যেই শুটিং শুরু হয়েছে।
কিসি কা ভাই কিসি কি জান:
পুরোনো সিনেমার ভুল শুধরে অনেকটা ‘দক্ষিণি ছোঁয়া’ নিয়ে ফিরছেন সালমান। কারণ, ছবির চিত্রগ্রাহক, আবহ সংগীত পরিচালক দক্ষিণ ভারতের। সালমান ছাড়াও ছবিটিতে আছেন পূজা হেগড়ে, যিনিও মূলত দক্ষিণেরই সিনেমা করেন। বেশ কয়েক বছর ধরে সালমানের সিনেমা আলোচনার থেকে ও সমালোচিত পর্যায়ে ছিল। এখন বাকিটা সিনেমা মুক্তির উপর নির্ভর করছে।
জেলার: রজনীকান্ত যাকে কি না এই বয়সেও পাওয়ার হাউস বলা হয়। এই বয়সেও তার অ্যাকশন সিনেমা দিয়ে দর্শকদের বুকে রীতিমতো রাজত্ব কায়েম করছে । তার সিনেমা মানে বক্স অফিসের হিসাব–নিকাশ বদলে যাওয়া। নেলসন দীলিপকুমার পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, তৃষা কৃষ্ণান।
গো গোয়া গন টু: রাজ এন্ড ডিকে যাকে কি না এক্সপেরিমেন্টাল পরিচালক হিসেবে ধরা হয়। গো গোয়া গন এই সিনেমা ছিল তার পরিচালিত সিনেমার মধ্যে একটি।১০ বছর পর হরর কমেডিটির সিকুয়েল নিয়ে হাজির হবেন আলোচিত পরিচালক জুটি রাজ ও ডিকে।
নিউজনাউ/এসবি/পিপিএন/২০২৩