নিউজনাউ ডেস্ক: রাজনীতিতে নাম লেখালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।
রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল ভবনে পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু ও দলের মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি।
এ বিষয়ে কৌশানি বলেন, শুধু কথা বলতে নয়, কাজ করতে তৃণমূলে এসেছি। আমি চাই আমাকে দেখে আরও তরুণ-তরুণীরা অনুপ্রাণিত হোক, দলে যোগ দিক। দিদি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিতীয়বার ভাবেন না। এবং আমি সহ আমার পরিবারের সবাই মমতাকে আদর্শ মানেন। তাছাড়া দলে যোগ দিয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।
উল্লেখ্য, রাজ চক্রবর্তীর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে কৌশানির। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘তুমি আসবে বলে’ মুক্তি পেয়েছে গত শুক্রবার।
নিউজনাউ/এনএইচএস/২০২১