alo
ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

সিয়ামের সেই চুমু কাণ্ডের নেপথ্যে কী ছিল?

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২, ০৬:১৬ পিএম

সিয়ামের সেই চুমু কাণ্ডের নেপথ্যে কী ছিল?
alo


নিউজনাউ ডেস্ক: আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি কনসার্টে গান শুনছেন সিয়াম, পাশে দাঁড়িয়ে সুনেরাহ। মাঠ ভর্তি দর্শক। গান শোনায় মগ্ন সিয়ামের দিকে চুপি চুপি এগিয়ে এসে হুট করে সিয়ামকে চুমু খেয়ে বসেন সুনেরাহ। সিয়াম নিজেকে ছাড়িয়ে নিয়েই সুনেরাহকে থাপ্পড় মারেন।

ভিডিওটি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে সিয়ামকে বাহবা দিয়েছেন। অনেকেই আবার সমালোচনাও করেছেন। অনেকেই বলেছেন এটা শুটিংয়ের দৃশ্য।


তবে ভিডিওর নেপথ্যের আসল ঘটনা জানান সুনেরাহ নিজেই ।দেশের একটি প্রথম সারির পত্রিকাকে তিনি জানান,এটি মূলত  শুটিংয়ের দৃশ্য ছিল।তবে  ‘অনেকেই ভাবছে, এটা সত্য ঘটনা। কিন্তু এটা সত্য নয়। একটি শুটিংয়ের দৃশ্যই ছিল।’

নিউজনাউ/এসএইচ/২০২২ 

X