alo
ঢাকা, শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

১০০ কোটির ফ্ল্যাটে উঠছেন না হৃতিক-সাবা

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২২, ০৫:২৬ পিএম

১০০ কোটির ফ্ল্যাটে উঠছেন না হৃতিক-সাবা
alo

নিউজনাউ ডেস্ক: বিনোদন ডেস্ক: ১০০ কোটির ডুপ্লেক্স ফ্ল্যাটে নতুন সংসার পাতছেন হৃত্বিক-সাবা। মুম্বইয়ের ‘মন্নত’ বিল্ডিংয়ের টপে ৩৮ হাজার স্কোয়ার ফিটের দুটি ফ্লোর কিনেছেন হৃত্বিক। এই মুহূর্তে নাকি সাজিয়ে গুছিয়ে সেটি সম্পূর্ণ তৈরি করার প্রস্তুতি একেবারে তুঙ্গে।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়ায় হৃতিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু এ প্রসঙ্গে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি হৃতিক।

এরপর অনেকগুলো বছর ‘সিঙ্গেল’ থাকার পর হৃতিকের জীবনে বসন্ত আসে সাবার সৌজন্যে। নিজের সেই সঙ্গিনীর জন্য তাই নতুন ঠিকানার ব্যবস্থা করে ফেলেছেন হৃতিক।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০০ কোটি টাকা দিয়ে সমুদ্রমুখী এই ডুপ্লেক্স কেনেন অভিনেতা। ১৫ ও ১৬ তলায় থাকবেন হৃতিক ও সাবা। তবে কবে থেকে এখানে তারা থাকতে শুরু করবেন সেটা এখনও নিশ্চিত নয়।


নিউজনাউ/এসএইচ/২০২২ 

X