alo
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২২, ০৭:১১ পিএম

মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ
alo

নিউজনাউ ডেস্ক: প্রথমবারের মতো মা হলেন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ।

১৮ নভেম্বর প্রসূন আজাদের কোলজুড়ে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। প্রসূন ও তার সন্তান ভালো আছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে পুত্র সন্তানের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসূন লিখেছেন ছড়া —‘জীবনের পথে পথে চলিতে/ যত আশা গিয়েছিলো ফুরায়ে/ গজমতি হার যেন ধূলিতে/ ভিখারীনি পেলো আজ কুড়ায়ে।’

গেল বছরের জুলাইয়ে দীর্ঘদিনের প্রেমিক ফারহানকে বিয়ে করেন প্রসূন।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে দীর্ঘদিন শোবিজে অনিয়মিত তিনি। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’। মুক্তির অপেক্ষায় রয়েছে প্রসূন অভিনীত ‘মানুষের বাগান’ সিনেমা।
নিউজনাউ/এসএইচ/২০২২ 

X