alo
ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

আমার অনেক টাকা চাই : শ্রীলেখা

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২২, ০৪:০৯ পিএম

আমার অনেক টাকা চাই : শ্রীলেখা
alo

নিউজনাউ ডেস্ক:  কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের অভিনয়জীবন এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভক্তদের সান্নিধ্যে থাকার ফলে তাকে নিয়ে অনুরাগীদের আগ্রহ যথেষ্ট বেশি। নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।  বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করেন তিনি।

এবার নিজের আরেকটি ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী।

রবিবার (৩০ অক্টোবর) ফেসবুক আইডি থেকে নিজের একটি বিশেষ ইচ্ছার কথা জানিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনব না। একটা জমি কিনে আশ্রয় বানাব উদ্ধারকৃত মানুষের সাহায্যের জন্য। ’

এরপর অভিনেত্রী লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এত দিনে হয়ে যেত। সৎপথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে।’ অভিনেত্রীর এই পোস্টে তার শুভাকাঙ্ক্ষীরা নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ডোনেশন তোলো। আমরা আছি। আর কেউ সাহায্য না করলেও সৃষ্টিকর্তা করবে।’

অপর একজন লিখেছেন, ‘এসব কাজ একার টাকায় হবে না। যারা সমমনস্ক, তাদের একত্র করে কাজটা করতে হবে। কারণ জমি বা শেল্টার হলেই কাজটা শেষ হবে না। তাদের প্রতিদিন এর খাওয়া ও যত্নের খরচটা কিন্তু চলতেই থাকবে।’

অন্য এক অনুরাগী লিখেছেন, ‘দিদি, তুমি উদ্যোগ নিলে আমরা সবাই থাকব। এত সুন্দর কাজে এক শতাংশ সাহায্য করতে পারলেও ধন্য হব।’

নিউজনাউ/এসএইচ/২০২২ 

X