alo
ঢাকা, সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

শুভমানের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সারা!

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২২, ০৭:৫৬ পিএম

শুভমানের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সারা!
alo

 

নিউজনাউ ডেস্ক:  ক্রিকেটারদের সঙ্গে বলিউড তারকাদের প্রেমের সম্পর্কে জড়ানোর ঘটনা নতুন নয়। দেশটির ইতিহাসে অনেক জুটিই একসময় দম্পতিতে পরিণত হয়েছে। এবার তাদের দলেই না লেখাতে চলেছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান ও ক্রিকেটার শুভমান গিল।
‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর থেকে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নামে কানাঘুষাও হয়েছে।

সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে, ভারতের জাতীয় দলের ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সারা। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে ডিনার করতে দেখা যায়। ফের একটি হোটেলে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন এই যুগল। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১২ অক্টোবর দিল্লির একটি হোটেল থেকে একসঙ্গে বের হতে দেখা যায় সারা ও শুভমানকে। এদিন দু’জনকে ক্যাজুয়াল লুকে দেখা যায়। তা ছাড়াও দিল্লি থেকে একই ফ্লাইটে মুম্বাই ফিরেন তারা। যার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়লে নেটিজেনদের দাবি, প্রেম করছেন সারা-শুভমান।

সারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না হওয়ায় একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে রয়েছেন ভিকি কৌশল।  

বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় পর্দায় হাজির হবেন সারা। এছাড়া নির্মাতা-প্রযোজক করণ জোহরের দুই সিনেমায় দেখা যাবে তাকে।


নিউজনাউ/এসএইচ/২০২২
 

X