নিউজনাউ ডেস্ক: কৌতুক অভিনেতা আবু হেনা রনি এখন অনেকটাই স্বাভাবিক।কথা বলা, হাঁটাহাঁটিসহ স্বাভাবিক খাবার খেতে পারছেন তিনি।
আগামীকাল শনিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
শুক্রবার (১৪ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।
বৃহস্পতিবার রাতে হাসপাতালে বসে রনি তার ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টে রনি লিখেছেন, আলহাম্দুলিল্লাহ, অনেকটা ভালো। এখন আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনো যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নিউজনাউ/এসএইচ/২০২২