নিউজনাউ ডেস্ক: ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপন ঘিরে বিতর্কের ঝড়। হিন্দু ধর্মের মূলে আঘাত হানার অভিযোগ। যার তির এসে লাগল আমির খান এবং কিয়ারা আডবাণীর গায়ে। যাঁরা প্রথম বার একসঙ্গে কাজ করলেন কোনও বাণিজ্যিক বিজ্ঞাপনে। অভিযোগ তুলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, কোনও ব্যাঙ্ক যদি ভাল পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিতে চায়, তা হলে তা ব্যাঙ্কিং অনুষঙ্গেই দিতে পারে। আমানত, লেনদেন কিংবা উন্নত অত্যাধুনিক ব্যবস্থা বিজ্ঞাপনের বিষয় হতে পারে। হঠাৎ করে হিন্দু বিয়ে কেন? তাঁরা কি সমাজ বদলে দেবেন নাকি?
বিবেকের সাফ কথা, যদি কোনো ব্যাংক উন্নতমানের পরিষেবা দিতে চায়, তাহলে ব্যাংকিং সিস্টেমে যে দুর্নীতি আছে তা দূর করুক। কিন্তু হিন্দুদের সামাজিক এবং ধর্মীয় প্রথা নিয়ে টানাটানি কেন?
বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে, বিয়ের পর নবদম্পতি গাড়ি ঘরে বাড়ি ফিরছে। আমির বলছেন, ‘এই প্রথম এমন হচ্ছে। বিদায় শেষে নতুন বউ কান্নাকাটি করছে না।’
কিয়ারার জবাব, ‘তুমি তো কাঁদছো না।’ এরপর গৃহপ্রবেশের মুহূর্তে নতুন বর-কনেকে বরণ করতে প্রস্তুত সকলে। তখনই আসে টুইস্ট! আমিরের প্রশ্ন, ‘কে প্রথম পা রাখবে, তুমি?’
কিয়ারার চটপট জবাব, ‘এই বাড়িতে নতুন কে, তুমি না?’ আমির বলেন, ‘নতুন তো আমিই।’ ইশারায় নতুন কনে দেখিয়ে দেন, ‘তাহলে তুমিই পা রাখো।’
হিন্দু বিয়ের এমন রীতিবদল দেখিয়ে উপসংহারে পৌঁছে যায় বিজ্ঞাপন। ওই ব্যাংকিং সংস্থার দাবি, এমনই বদল তারা এনে দিতে চান।
নিউজনাউ/এসএইচ/২০২২