alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

ইরানের প্রতিবাদী নারীদের সমর্থন দিলেন প্রিয়াঙ্কা

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২২, ০৪:৩৮ পিএম

ইরানের প্রতিবাদী নারীদের সমর্থন দিলেন প্রিয়াঙ্কা
alo

 

নিউজনাউ ডেস্ক: ইরানের বিক্ষোভরত প্রতিবাদী নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

দেশটিতে মাহসা আমিনির মৃত্যুর পর তীব্র প্রতিবাদ হচ্ছে। সে দেশের নারীরা প্রকাশ্যে তাদের হিজাব খুলে ফেলছেন এবং সেগুলি পুড়িয়ে দিচ্ছেন। ফলশ্রুতিতে তাদের উপরেও চলছে অত্যাচার।

সারা পৃথিবী থেকে অনেকেই ইরানের নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খবর হিন্দুস্থান টাইমসের।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যথাযথভাবে’ হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশ নৃশংসভাবে মাসা আমিনির জীবন কেড়ে নিয়েছে। তার মৃত্যুর প্রতিবাদে ইরানসহ সারা বিশ্বের নারীরা জেগে উঠছেন। তারা আওয়াজ তুলছেন। প্রকাশ্যে নিজেদের চুল কেটে ফেলছেন। তারা আরো নানাভাবে প্রতিবাদ করছেন।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, যুগ যুগ ধরে জোর করে নিশ্চুপ রাখার পর যে কণ্ঠ জেগে ওঠে, তা ঠিক আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। তারা (ইরানি নারী) থামবেন না। তাদের থামানো যাবে না।

ইরানি নারীদের উদ্দেশে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আমি আপনাদের সাহস দেখে, উদ্দেশ্যের কথা জেনে বিস্মিত। আক্ষরিক অর্থেই পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা, নিজেদের অধিকারের জন্য লড়াই করতে জীবনের ঝুঁকি নেওয়া সহজ নয়। তবে আপনারা সাহসী নারীরা প্রতিদিন এই কাজ করে চলছেন।
প্রিয়াঙ্কা চোপড়া ইরানি কর্তৃপক্ষ, দেশটির ক্ষমতাসীনদের বিক্ষোভকারীদের কথা শোনার আহবান জানিয়েছেন। তাদের সমস্যা বোঝার জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য, হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে ১৩ সেপ্টেম্বর মাসাকে গ্রেপ্তার করে ইরানি পুলিশ। এরপর পুলিশের হেফাজতে ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে তাকে মারধর করা হয়েছিল। যদিও পুলিশ সেই দাবি অস্বীকার করে। পুলিশের পক্ষে বলা হয়, অন্য বন্দিদের সঙ্গে আটক থাকার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
এরপর থেকেই ইরানে জ্বলছে আগুন। নারীরা প্রতিবাদে রাস্তায় নামেন। কেটে ফেলেন চুল। পুড়িয়ে ফেলেন হিজাব। বিক্ষোভকারীরা এখন সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। প্রতিবাদীদের উপর চলছে নির্মম অত্যাচার। সেই প্রতিবাদীদের পাশেই দাঁড়ালেন প্রিয়াঙ্কা।

নিউজনাউ/এসএইচ/২০২২

X