alo
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

আমির খানের ‘লাল সিং চাড্ডা’র অভিনেতা আর নেই

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২২, ১২:২৫ পিএম

আমির খানের ‘লাল সিং চাড্ডা’র অভিনেতা আর নেই
alo

 

নিউজনাউ ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি। শুক্রবার ভোরে মুম্বাইয়ের হিরানন্দানি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৭৯ বছর বয়সে থেমে গেল তার জীবনের গাড়ি। শেষবার এই অভিনেতাকে আমির খান অভিনীত ও প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা গিয়েছিল।

দীর্ঘদিন ধরে তিনি স্নায়ুজনিত বিরল রোগে ভুগছিলেন। অরুণের মৃত্যুতে শোকাহত তার পরিবার, কাছের বন্ধু ও সহকর্মীরা।

১৯৮৯ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন অরুণ বালি। প্রথম কাজ সিরিয়াল ‘দুসরা কেভল’। এই ধারাবাহিকে কাজ করেছিলেন শাহরুখ খানও। প্রথম সিনেমা ১৯৯১ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘সৌগন্ধ’। এরপর ‘থ্রি ইডিয়টস’, ‘পানিপথ;, ‘রেডি’, ‘জমিন’, ‘পুলিওয়ালা গুণ্ডা’, ‘কেদারনাথ’-এর মতো ছবিতে কাজ করে সুনাম কুড়িয়েছিলেন।

১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন এ অভিনেতা।

নিউজনাউ/এসএইচ/২০২২

X