alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

কোক স্টুডিওতে হাজং ভাষায় এলো ‘নাহুবো’

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩, ০৯:৪৪ পিএম

কোক স্টুডিওতে হাজং ভাষায় এলো ‘নাহুবো’
alo

 


নিউজনাউ ডেস্ক: গেলো বছর ২৩ ফেব্রুয়ারি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে “নাসেক নাসেক” শিরোনামের গান দিয়ে শুরু হয় “কোক স্টুডিও বাংলা”র প্রথম সিজন। আর প্রথম সিজনেই এই গান দর্শকদের কাছে অনেক জনপ্রিয়তা পায়। এবং এই গানটি সাড়া ফেলে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে। আঞ্চলিক গানকেও যে সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করানো যায় কোক স্টুডিও যেনো সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। 

সেই ধারাবাহিকতায় এইবারের কোক স্টুডিওর দ্বিতীয় সিজনে তিন অঞ্চলের ভাষার সমন্বয়ে “মুড়ির টিন” দিয়ে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু হয়। এরপর ব্যান্ড “মেঘদল” ও জহুরা বাউল মিলে উপহার দিয়েছেন “বনবিবি”। দুটি গানই রীতিমতো প্রথম গানের মতো ঝড় তুলে। এর রেশ যেতে না যেতেই এইবার আরো একটি আঞ্চলিক গান প্রকাশ পেলো। 

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টায় মুক্তি পায় প্রথম সিজনের প্রথম শিল্পী অনিমেষ রায়ের গান 'নাহুবো'। যার কন্ঠেই নাসেক নাসেক শুনে মুগ্ধ হয়েছিল গোটা সংগীত দুনিয়া। এইবার ও ব্যতিক্রম হয়নি, নিজের জাতিগোষ্ঠী হাজংয়ের সংস্কৃতি তুলে এনেছেন তিনি।

অনিমেষ রায়ের সাথে গানটিতে আছেন কক্সবাজারের র‍্যাপ শিল্পী সোহানা রহমান। যাকে “ডটার অব কোস্টাল” ডাকা হয়। গানটিতে হাজং ও উপকূলীয় সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে। 

গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার সাথে সাথে তিন ঘন্টার ব্যবধানে ৮০হাজার বার দেখা হয়েছে দর্শকদের। এমনকি ইতিমধ্যে কমেন্ট বক্সে অনিমেষ রায় আর র‍্যাপ শিল্পী সোহানা রহমানের প্রশংসা করছে হাজারো দর্শক।

গানটিতে র‍্যাপ অংশ রচনা করেছেন সোহানা। এতে তাদের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সায়ন্তন মাংসাং, সাদুল ইসলাম ও ইমরান আহমেদ। গানটির সুরও বেঁধেছেন সায়ন্তন মাংসাং।

নিউজনাউ/এসবি/আরএইচআর/২০২৩

X