নিউজনাউ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ছিল শুক্রবার (১৭ মার্চ)। দিনটিকে কেন্দ্র করে গীতিকবি অধ্যাপিকা মাহবুবা বেগম 'বঙ্গবন্ধু তুমি জাতির পিতা' নামক শুভেচ্ছা সঙ্গীত রচনা করেছেন।
মাহবুবা বেগমের শুভেচ্ছা সংগীতের সুর দিয়েছেন সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী জনাব অনুপম হালদার। উক্ত শুভেচ্ছা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন অধ্যাপিকা মাহবুবা বেগম এবং অনুপম হালদার। সংগীতায়োজনে ছিলেন জাহিদ হাসান বাবু এবং সোহেল আজিজ।
গানটি রচনা প্রসঙ্গে মাহবুবা বেগম বলেন, বঙ্গবন্ধু কে শুধু পালনে বিশ্বাস করলে চলবে না, কাজে তাঁকে প্রকাশ করতে হবে। গান, কবিতা, গল্প, উপন্যাসে তাকে তুলে নিয়ে আসতে হবে। সেই ভাবনা থেকেই গানটি রচনা করা হয়েছিল। সাধারণ মানুষের মনে জাতির পিতার অবস্হান কে নিশ্চিত করতে হবে এবং গানের মাধ্যমে সহজে তা করা সম্ভব।
নিউজনাউ/কেআই/২০২৩