নিউজনাউ ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তারের ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে চিত্র জগতের অনেকেই এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
শনিবার (১৮ মার্চ) পরীমণি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটা কোনো কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাব আমরা! দেখছেন মাহির দিকে। বুক কাঁপলো না আপনাদের!
তিনি আরও লেখেন, একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে! আইনের এই খেলা বন্ধ হোক।
ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাহিয়া মাহি। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।
নিউজনাউ/কেআই/২০২৩