নিউজনাউ ডেস্ক: জাতীয় চলচিত্র পুরস্কার পাওয়া সংগীত শিল্পী কোনালের সংগীত যাত্রা শুরু হয় ২০০৯ সালে চ্যানেল আই সেরা কন্ঠ চ্যাম্পিয়ান হয়ে। অন্যদিকে, ২০১৩ তে পিজিতের সংগীত গুরু নিজ মাকে হারানোর পর, চট্টগ্রামে ব্যান্ড সংগীত দিয়ে সংগীতে যাত্রা শুরু করা পিজিত ২০১৯ সালে গানকে ভালবেসে গানের জন্যই নিজ শহর ছেড়ে ঢাকা আসেন। এখন নিয়মিত কাজ করছেন টিভি, স্টেজ এবং অডিও ইন্ড্রাস্টিতে।
শনিবার (১৮ মার্চ) রাত ১০ টার ইংরেজী সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে এই দুই শিল্পী ‘সংগীতাঙ্গন’ অনুষ্ঠানে গাইবেন স্বদেশের গান।
স্বাধীনতা দিবসের বিশেষ এ পর্ব টি নিয়ে খুব উচ্চাষিত পিজিত। তিনি জানান, কোনাল আপু আমার অনেক পছন্দের, অনেক স্নেহ করেন আমায়, আপুর সাথে এক ই অনুস্টানে গাওয়া ভাগ্যের ব্যাপার। মাহবুবা ফেরদৌস আপার প্রযোজিত এই অনুস্টানে আমরা ৩টি করে দেশের গান করব।
তিনি আরও জানান, সামনেই আপুর আর আমার দ্বৈত গান দিয়ে আমার নিজের ইউটিউব চ্যানেল পিজিত মহাজন অফিসিয়ালের যাত্রা শুরু হচ্ছে, গানের শিরোনাম ‘তোকে কত ভালবাসি’।
নিউজনাউ/আরএইচআর/২০২৩