alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ব্যাংককে সফল অস্ত্রোপচার অভিনেত্রী ফারিণের

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩, ০৯:২৫ পিএম

ব্যাংককে সফল অস্ত্রোপচার অভিনেত্রী ফারিণের
alo

 


নিউজনাউ ডেস্ক: ছোটপর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ সবকিছুতে ফারিণের অবস্থান শীর্ষে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই অভিনেত্রী হঠাৎ করে ব্যাংককে যান চিকিৎসা করাতে, যা তার যেকোনো ভক্তের জন্য অবাক করার বিষয়ের মতো। ইতিমধ্যে ব্যাংককের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু তথ্য সবার সামনে তুলে ধরেন‌।

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা যায় তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং কপালে ব্যান্ডেজ। মুখে মাস্ক। ক্যাপশনে তাসনিয়া ফারিণ লিখেছেন, জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।

অভিনেত্রী শারীরিক অবস্থা সম্পর্কে আরো উল্লেখ করেন, খুবই ছোট একটা অপারেশন হয়েছে। আমার নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা সফল অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছি। অভিনেত্রী বলেন, আগামী ১৮ তারিখ আমার সেলাই কাটা হবে। আশা করছি তার পরদিন ঢাকায় ফিরতে পারব। তাসনিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।


নিউজনাউ/এসবি/পিপিএন/২০২৩

X