নিউজনাউ ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে বিদ্যালয়ের টিনের ছাউনি ভেঙে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত ওই তরুণের নাম মো. খোরশেদ (২০) ।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান , নিহত খোরশেদ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামপুরা রানীপুকুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত আরও চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিউজনাউ/এসএইচ/২০২২