alo
ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২২, ০৩:৫৫ পিএম

হাটহাজারীতে  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
alo

 

হাটহাজারী প্রতিনিধি : দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় চট্টগ্রামের হাটহাজারীতেও  ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক সহযোগিতায় র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।  

আজ (১৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল দশটায়   হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।  

উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান।

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নাবিল ফারাবী,মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আহসানুল হক, আউটসোর্সিং প্রকল্পের নিয়োগপ্রাপ্ত রতন দে ও আনোয়ার হোসেন।

X