alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

কক্সবাজারের হোটেল রুমে মিলল তরুণীর ঝুলন্ত লাশ

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩, ০৩:০৯ পিএম

কক্সবাজারের হোটেল রুমে মিলল তরুণীর ঝুলন্ত লাশ
alo

নিউজনাউ ডেস্ক: কক্সবাজারের একা বেড়াতে যাওয়া শারমিন আক্তার (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে আল মারওয়া নামের একটি আবাসিক হোটেলের রুম থেকে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা। 

হোটেল রেজিস্টারের তথ্য সূত্রে জানা যায়, নিহত তরুণী গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহসিন শেখের মেয়ে। 

 

মো. নাজমুল হুদা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রুম পরিস্কার করতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পায় হোটেলের এক পরিচ্ছন্নকর্মী। তার একাধিকবার ডাকাডাকিতে ভেতর থেকে কোন সাড়া না এলে বিষয়টি হোটেলের সংশ্লিষ্টদের জানান তিনি। এরপর হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।  

তিনি বলেন, পুলিশ এসে ওই রুমের দরজা ভাঙলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ দেখতে পায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই তরুণী আত্মহত্যা করেছেন নাকি খুন, তা তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে জানান পুলিশের এই পরিদর্শক (তদন্ত)।

হোটেল কর্তৃপক্ষের বরাতে নাজমুল হুদা বলেন, মঙ্গলবার রাতে শারমিন আক্তার হোটেলে আল মারওয়াতে কক্ষ ভাড়া নেন। এসময় শারমিন একা থাকায় হোটেল কর্তৃপক্ষ কক্ষ ভাড়া দিতে অনীহা জানায়। পরে মোবাইল ফোনে মা পরিচয়ে এক নারীর সঙ্গে হোটেলের দায়িত্বরতদের আলাপ করিয়ে দেন ওই তরুণী। এরপর তাকে হোটেলের তৃতীয় তলার ১৩১ নম্বর রুমটি ভাড়া দেওয়া হয়।  

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X