লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পাচারকালে প্রাইভেটকারের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো : ইসমাইল (৫০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
সে কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার গুদার বিল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকারের সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান নিউজনাউকে জানান, আটক ইয়াবা পাচারকারী ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
নিউজনাউ/পিপিএন/২০২৩