কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা মোহাম্মদ আলম (৬০) খুন হয়েছেন। বাবাকে হত্যার পর ছেলে শহিদুল্লাহ পালিয়ে গেছেন।
রবিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১১টায় দক্ষিণ মিঠাছড়ির পানের ছড়া বলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, শহিদুল্লাহ মাদকাসক্ত এবং নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডর সঙ্গে জড়িত। তিনি ডাকাতিসহ একাধিক মামলার আসামি। ঘটনার দিন ছেলে শহিদুল্লাহ মদ্যপ অবস্থায় বাড়িতে এলে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে বাবা আলম মাটিতে পড়ে যান।
পরে প্রতিবেশিরা মুমূর্ষু অবস্থায় আলমকে প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংক রোড মেরিন সিটি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোছাইন জানান, মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
নিউজনাউ/এমআরএইচ/২০২৩