alo
ঢাকা, মঙ্গলবার, ফেব্রুয়ারী ৭, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

চমেকে দালাল ধরতে দুদকের অভিযান, আটক ২

প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৩, ০২:১৭ পিএম

চমেকে দালাল ধরতে দুদকের অভিযান, আটক ২
alo

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)  দুপুরে হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজীব বৈদ্য (২৮) ও হাসান (২২)।

দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের নিউজনাউকে বলেন, দুদকের অভিযোগ নাম্বার ১০৬ এর সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। আমাদের এক কর্মকর্তা রোগীর স্বজনের ছদ্মবেশে হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দালালদের সাথে কথা বলেন। এসময় তারা সুলভ মূল্যে ওষুধ দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করে। পরে সেখান থেতে ২ দালালকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান নিউজনাউকে বলেন, দালালের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় কঠোর। দুদক আমাদের এখানে অভিযান চালানোর কথা জানালে আমি তাদের আমন্ত্রণ জানাই। তাঁরা এসে দুই দালালকে আটক করেন। তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

 

নিউজনাউ/জেআর/পিপিএন/২০২৩

X