চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজারের রামুতে ডিবি পরিচয় দিয়ে প্রতারণাকারি চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হ্যান্ডকাফ, খেলনা পিস্তলসহ অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের নুরপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'গ্রেপ্তার ৪ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ভুয়া পুলিশের পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষকে আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ চক্রের আরও কয়েকজনের নাম ও ঠিকানা তারা জানিয়েছে।'
গ্রেপ্তাররা হলেন- লুৎফুর রহমান (৩৪), মিজানুর রহমান (৩৪), মুফিজুর রহমান (৩০) এবং ইমরান হোসাইন (৩২)।
আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, 'ডিবি পরিচয় দিয়ে প্রতারণার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এসময় প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ পুলিশের ব্যবহৃত ১টি হাতকড়া, ১টি খেলনা পিস্তল, ইংরেজিতে 'ডিবি কক্সবাজার' লেখা ১টি জ্যাকেট, ১টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।'
তাদের বিরুদ্ধে আজ দুপুরে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
নিউজনাউ/এমআরএইচ/২০২৩