alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বিড়াল হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৩, ০৫:২৫ পিএম

বিড়াল হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন
alo

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে নৃশংসভাবে বিড়াল হত্যাকান্ডের তদন্ত পূর্বক বিচারের দাবীতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় প্রাণী হত্যা বন্ধের দাবীতে নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ জানাই।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী জয় রায় বলেন 'গতকাল ফেসবুকের একটি পোস্ট আমাদের নজরে আসে,যেখানে দেখা যায় এফ রহমান হলে নৃশংসভাবে একটি বিড়ালকে হত্যা করা হয়েছে। আমাদের ক্যাম্পাসে এটি কোনভাবে কাম্য নয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি তারা যেন দ্রুত এ বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক দোষীদের শাস্তির আওতায় আনেন।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুইয়া বলেন, ‘যারা এ ধরনের প্রাণী হত্যা করেছে, বিষয়টা দুঃখজনক। আমরা নিজেরাও খতিয়ে দেখব, এবং কে বা কারা জড়িত, নির্দিষ্টভাবে প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নেব।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে গত ২০ ডিসেম্বর নৃশংসভাবে একটি বিড়াল হত্যা করা হয়। অভিযোগ  উঠে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০-২১ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ ফারূকী মদ্যপান করে নৃশংস ভাবে বিড়ালটিকে ছুড়িকাঘাতে হত্যা করে।

এবিষয়ে অভিযুক্ত ফারূকীর সাথে যোগাযোগ করা হলে  তিনি বলেন 'কে বা কারা বিড়ালটিকে মেরে আমার রুমের সামনে ফেলে রেখেছে। আমি নিজেই বিড়ালটিকে পছন্দ করতাম। এ ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমি প্রতিহিংসার স্বীকার।'

নিউজনাউ/পিপিএন/এমআরএইচ/২০২৩

X