alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

কর্ণফুলীর যুবকের যাবজ্জীবন মাদক মামলায়

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম

কর্ণফুলীর যুবকের যাবজ্জীবন মাদক মামলায়
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে ৪৯ হাজার ৪শ পিস ইয়াবাসহ ২০২০ সালে মো. তানভীর (৩৮) নামে এক যুবককে আটক করে র‌্যাব। সেই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  সেইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (১১ জানুয়ারি) ৫ম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মো. তানভীর কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর রুমালিয়াছড়া বোরহান মাস্টার বাড়ির মো. মফিদুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মো. তানভীরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর মো. তানভীরকে ৪৯ হাজার ৪০০ পিস ইয়াবা আটক করে র‌্যাব-৭।  র‌্যাবের তৎকালীন হাটহাজীর ক্যাম্পের ডিএডি মো.সিরাজুল ইসলাম বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন।

২০২১ সালের ১৪ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জগঠন করা হয়। এই মামলায় আদালতে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X