alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বনে ঢুকে হরিণ হত্যা, কারাগারে চট্টগ্রামের ২ ব্যক্তি

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৬ পিএম

বনে ঢুকে হরিণ হত্যা, কারাগারে চট্টগ্রামের ২ ব্যক্তি
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সংরক্ষিত বনে ঢুকে হরিণ হত্যা মামলায় আত্মসমর্পণ করলে ২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন এই আদেশ দেন।

দুই আসামি হলেন—মিরসরাই এলাকার আবদুল মান্নান (৩৫) ও নুর আলম (৩৫)। 

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৬ জুন চট্টগ্রামের মিরসরাইয়ে সংরক্ষিত বনে ঢুকে হরিণ হত্যা করে আসামিরা। সেই অপরাধে আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন বন কর্মকর্তা আবু তাহের।

বিষয়টি নিশ্চিত করে মো. সফিউল করিম মজুমদার বলেন, ২০২২ সালের ৬ জুন মীরসরাইয়ে সংরক্ষিত বনে ঢুকে হরিণ হত্যা করেন দুই ব্যক্তি। ওই ঘটনায় দুজনকে আসামি করে বন আদালতে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন বন কর্মকর্তা আবু তাহের। ওই মামলায় ১ জানুয়ারি দুই আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X