alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, জাপটে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২২, ০২:৫৮ পিএম

শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, জাপটে ধরলেন ট্রাফিক সার্জেন্ট
alo

 

 

চট্টগ্রাম ব্যুরো: সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দুই শিক্ষার্থী। পথে তাদের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়ার জন্য গতিরোধ করে এক ছিনতাইকারী। এসময় চিৎকার দেন তারা। সেই চিৎকার শুনেই ছিনতাইকারীকে ধাওয়া করে পাকড়াও করেন সাইফুল ইসলাম পাটোয়ারী নামে এক ট্রাফিক সার্জেন্ট। 

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে কোতোয়ালী থানার ফলমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ওই ছিনতাইকারীর নাম শরীফ (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার বাসিন্দা।

ট্রাফিক পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী নগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগে কর্মরত।

এ বিষয়ে সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দুই শিক্ষার্থী সকালে হাঁটতে বের হবার পর ফলমন্ডি এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করে ওই ছিনতাইকারী। এসময় ওই দুই শিক্ষার্থীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় চিৎকার দেয় তারা। 

তিনি বলেন, চিৎকার শুনে আমি ছুটে যাই এবং ওই ছিনতাইকারীকে কিছু দূর ধাওয়া করে আটক করি।
পরে ছিনতাইকারীকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজনাউ/আরএইচআর/পিপিএন/২০২২

X