চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দুই যুগ আগে গুলি করে কলেজছাত্র খুনের ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেখসুর খালাস দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়। দণ্ডের অর্থ অনাদায়ে আরো ১ বছরের জেল।
রবিবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিউজনাউকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ১৬ নভেম্বর বিকেলে বাসার গলিতে গুলি করে কলেজ ছাত্র এম এ মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ঘটনা তদন্ত করে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র পত্র জমা দেয় পুলিশ। পরবর্তীতে ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারী অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিচার শুরুর আদেশ দেন আদালত।
অভিযোগ পত্রে পুলিশের তিন আসামি হলেন মো. রফিক, আজিম উদ্দিন ও অনুপ মল্লিক।
ওমর ফুয়াদ বলেন, 'আসামিদের বিচার শুরুর পর ২৩ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রোববার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড সহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঘটনায় অনুপ মল্লিকের সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় তাকে বেখসুর খালাস দেয়া হয়।’
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে মো. রফিক আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
নিউজনাউ/পিপিএন/২০২২