alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

পোশাকের মধ্যে লুকানো ছিল ইয়াবা, মা-ছেলেসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩, ০৫:২৮ পিএম

পোশাকের মধ্যে লুকানো ছিল ইয়াবা, মা-ছেলেসহ গ্রেপ্তার ৪
alo

চট্টগ্রাম ব্যুরো: ফেনী জেলার রামপুর এলাকা থেকে মা-ছেলেসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (১৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এর আগে শুক্রবার (১৮ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪ জন হলেন—কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়া বাজার এলাকার মো. সোহেল (২০), তার মা আয়েশা বেগম (৩৯), একই থানার শিকদারপাড়া এলাকার জহুরা বেগম (৩৩) ও খারাংখালী এলাকার জাহানারা বেগম (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফেনী মডেল থানার রামপুর এলাকায় অভিযান চালিয়ে মা-ছেলেসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।  উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে সোহেলের প্যান্টের পকেট ও অন্যান্য আসামিদের পোশাকের ভিতর থেকে মোট ৫২টি নীল ও সাদা স্বচ্ছ রংয়ের বায়ুরোধক পলি প্যাকেট থেকে ১৩ হাজার ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, আসামি সোহেলের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মাদক মামলা, আয়েশা বেগমের বিরুদ্ধে চন্দনাইশ এবং বাঁশখালী থানায় ২টি মাদক মামলা এবং জহুরা বেগমের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় ১টি অস্ত্র মামলা আছে।

গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X